× ভাষা ইউরোপ রাশিয়ান বেলারুশিয় ইউক্রেনীয় পোলিশ সার্বীয় বুলগেরীয় স্লোভাকিয়ান চেক রোমানিয়ন মোল্দোভিয়ান আজেরবাইজান আর্মেনিয় জর্জিয়ান আলবেনীয় আভর বাশকির তাতার চেচেন স্লোভেনীয় ক্রোয়েশীয় এস্তোনীয় লাত্ভীয় লিথুয়েনীয হাঙ্গেরীয় ফিনিশ নরওয়েজিয়ান সুইডিশ আইসল্যান্ডীয় গ্রিক ম্যাসেডোনিয়ান জার্মান বাভারিয়ান ডাচ ডেনমার্কের ওয়েলশ গ্যালিক আইরিশ ফরাসি বাস্ক কাতালান ইতালীয় গ্যালাকিয়ান রোমানি Bosnian Kabardian উত্তর আমেরিকা ইংরেজি দক্ষিণ আমেরিকা স্পেনীয় পর্তুগীজ গুরানি Quechuan আয়মারা মধ্য আমেরিকা জ্যামাইকান নাহুৎল Kiche Q'eqchi হাইতিয়ান পূর্ব এশিয়া চীনা জাপানি কোরিয়ান মঙ্গোলিয়ান উইঘুর হমং Tibetian দক্ষিণ - পূর্ব এশিয়া মালয়েশিয়ার বর্মী হখা চিন নেপালি চেবুয়ানো তাগালোগ কম্বোডিয়ার থাই ইন্দোনেশিয়া সুন্দানিজ ভিয়েতনামী জাভানিজ লাও ইবান আইউ মিয়ান কাচিন লাহু Aceh Balinese Bugis Pampanga Sasak Shan Waray দক্ষিণ এশিয়া হিন্দি ওডিয়া অবধি মিজো কন্নড মালায়ালম মারাঠি গুজরাটি তামিল তেলুগু পাঞ্জাবি কুরুখ অসমীয়া মৈথিলি বাঙালি উর্দু সিংহলা ডোগরি হরিয়ানভি মেইটি কোঙ্কানি সাঁওতালি সিন্ধি কোয়া থাডো সংস্কৃত দেবনাগরী Adilabad Gondi Ahirani বালোচি Bundeli Chhattisgarhi Garhwali Kangri Kumaoni Mewari Munda Sadri Seraiki Shekhawati Sylheti Bagri Bhilali Bodo Braj Tulu মধ্য এশিয়া কিরগিজ উজবেক তাজিক তুর্কমেন কাজাকস্থান কারকালপাক মধ্যপ্রাচ্য তুর্কী হিব্রু আরবি পারসিক কুর্দি Mazanderani পশতু কপটিক আফ্রিকা আফ্রিকান্স জোসা জুলু এন্দেবিলি সোথো আমহারিক Wolaytta নাইজেরিয়ান মোসি ইকা ডিংকা কাবাইলে অজা সোয়াহিলি মরক্কো সোমালিয়ার শোনা ম্যাডাগ্যাস্কার ইগবো লিঙ্গালা বাউলে সিস্বতী সাঙ্গা সোসওয়ানা গাম্বিয়াদেশ ইওরুবা কাম্বা কিনারওয়ানদা হাউসা চেওয়া লুও মাকুয়া ডাইউলা ফুলফুলদে ক্যালেনজিন কিকুয়ু কিকওয়াঙ্গো কিরুন্ডি ক্রিও নাইজেরিয়ান পিডগিন ওরোমো শিলুবা টিশিভেন্ডা টুই উমবুন্ডু লুগবারা লুগুরু পুলার গুসি মাসাই তুরকানা মোবা নুয়ের শিল্লুক তামাশেক মাকোন্ডে Bemba Fon Hadiyya Ibibio Kimbundu Kimiiru Lango Liberian Kreyol Lomwe Mende Morisyen Ndau Nyankole Sena Sidamo Soga Songe Sukuma Tarifit Teso Tiv Zande Dagbani Edo Kituba অস্ট্রেলিয়া মহাদেশ নিউজিল্যান্ড পাপুয়া নিউ গিনি পুরানো ভাষা আরামাইক ল্যাটিন এস্পেরান্তো 1 1 1 WBTC ২০০১ [2001] কেরী ভার্সন ২০২৩ [2023]বাংলা সমকালীন সংস্করণ ২০১৯ [2019]ইন্ডিয়ান রিভাইজড ভার্সন ২০১৯ [2019]বাঙালি বাইবেল ২০১৭ [2017]পবিএ বাইবেল BSI ২০১৬ [2016]পবিএ বাইবেল CLBSI ২০১৬ [2016]কিতাবুল মোকাদ্দস ২০১৩ [2013]Kitabul Mukkadas ২০০৬ [2006]পবিত্র বাইবেল ERV ২০০১ [2001]WBTC ২০০১ [2001]Pobitro Baibel ২০০০ [2000]1 1 1 প্রেরিত মথিমার্কলূকইউহোন্নাপ্রেরিতরোমীয়১ করিন্থীয়২ করিন্থীয়গালাতীয়ইফিষীয়ফিলিপীয়কলসীয়১ থিষলনীকীয়২ থিষলনীকীয়১ তীমথিয়২ তীমথিয়তীতফিলীমনইবরানীইয়াকুব১ পিতর২ পিতর১ ইউহোন্না২ ইউহোন্না৩ ইউহোন্নাএহুদাপ্রকাশিত কালাম1 1 1 ১ ১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮1 1 1 : ১ ১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬1 1 1 বাংলা বাইবেল 2001 প্রেরিত ১ নোট সংরক্ষণ করুন ১ [1]প্রিয় থিয়ফিল, আমার প্রথম বইটিতে যীশু য়ে সব কাজ করেছিলেন ও শিক্ষা দিয়েছিলেন তার বিবরণ ছিল৷২ [2]আমি যা লিখেছি, তাতে শুরু থেকে তাঁর স্বর্গারোহণের দিন পর্যন্ত তিনি যা করেছিলেন এবং শিখিয়েছিলেন তার সব বিবরণ আছে৷ স্বর্গারোহণের পূর্বে যীশু তাঁর মনোনীত প্রেরিতদের, পবিত্র আত্মার সাহায্যে তাদের কি করণীয় তা জানিয়েছিলেন৷৩ [3]মৃত্যুর পর যীশু, তাঁর প্রেরিতদের কাছে দেখালেন য়ে তিনি জীবিত এবং অনেক পরাক্রম কার্য়্য় সাধন করে তিনি এর প্রমাণ দিলেন৷ মৃতদের মধ্য থেকে যীশুর পুনরুত্থানের পর চল্লিশ দিনের মধ্যে প্রেরিতর যীশুকে বহুবার দেখেছিলেন৷ এই সময়ে যীশু তাঁদের ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলেছিলেন৷৪ [4]আর এক সময় যখন তিনি তাঁদের সঙ্গে আহার করছিলেন, তখন আদেশ দিয়েছিলেন, য়েন তারা জেরুশালেম ছেড়ে না যান৷ যীশু বলেছিলেন, ‘পিতা তোমাদের য়ে প্রতিশ্রুতি দিয়েছেন, য়ে বিষয়ে এর আগেও আমি তোমাদের জানিয়েছিলাম, তোমরা সেই প্রতিশ্রুত বিষয় পাবার অপেক্ষায় জেরুশালেমে থেকো৷৫ [5]কারণ য়োহন জলে বাপ্তাইজ করতেন, কিন্তু কিছু দিনের মধ্যেই তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে৷’৬ [6]এরপর প্রেরিতেরা একত্র হয়ে যীশুকে জিজ্ঞেস করলেন, ‘প্রভু, এই সময় আপনি কি ইস্রায়েলকে তাঁদের রাজ্য ফিরিয়ে দেবেন?’৭ [7]তিনি তাঁদের বললেন, ‘পিতা নিজেই কেবল সময় ও তারিখগুলি নির্ধারণ করেন, এসব বিষয় তোমরা জানতে পারবে না;৮ [8]কিন্তু যখন পবিত্র আত্মা তোমাদের কাছে আসবেন, তখন তোমরা শক্তি পাবে আর তোমরা আমার সাক্ষী হবে৷ লোকদের কাছে তোমরা আমার কথা বলবে৷ প্রথমে তোমরা জেরুশালেমের লোকদের কাছে সাক্ষ্য দেবে তারপর সমগ্র যিহূদিযা ও শমরিযায় এমনকি জগতের শেষ সীমানা পর্যন্ত তোমরা আমার কথা বলবে৷’৯ [9]এই কথা বলার পর প্রেরিতদের চোখের সামনে তাঁকে আকাশে তুলে নেওযা হল৷ আর এক খানা মেঘ তাঁকে তাদের দৃষ্টির আড়াল করে দিল৷১০ [10]যীশু যখন যাচ্ছেন, আর প্রেরিতেরা আকাশের দিকে তাকিয়ে আছেন, ঠিক সেই সময সাদা ধবধবে পোশাক পরা দুই ব্যক্তি তাদের পাশে এসে দাঁড়ালেন৷১১ [11]সেই দুই ব্যক্তি প্রেরিতদের বললেন, ‘হে গালীলের লোকেরা, তোমরা আকাশের দিকে তাকিয়ে রয়েছ কেন? এই য়ে যীশু, য়াঁকে তোমাদের সামনে থেকে স্বর্গে তুলে নেওযা হল, তাঁকে য়ে ভাবে তোমরা স্বর্গে য়েতে দেখলে, ঠিক সেই ভাবেই তিনি ফিরে আসবেন৷’১২ [12]এরপর তাঁরা জৈতুন পর্বতমালা থেকে নেমে জেরুশালেমে ফিরে গেলেন৷ জেরুশালেম থেকে পাহাড়টির দূরত্ব ছিল এক বিশ্রামবারের পথ অর্থাত্ প্রায় আধ মাইল৷১৩ [13]এরপর প্রেরিতেরা শহরে প্রবেশ করে তাঁরা য়ে বাড়িতে থাকতেন, তার উপরের তলার কামরায় গেলেন৷ এই প্রেরিতদের নাম ছিল; পিতর, য়োহন, যাকোব, আন্দরিয়, ফিলিপ, থোমা, বর্থলময়, মথি, আলফেয়ের ছেলে যাকোব, শিমোন যাকে দেশভক্ত বলা হতএবং যাকোবের ছেলে যিহূদা৷১৪ [14]প্রেরিতেরা সকলেই একসঙ্গে সেখানে একই উদ্দেশ্যে সর্বদা প্রার্থনা করছিলেন৷ তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন স্ত্রীলোক, যীশুর মা মরিয়ম ও তাঁর ভাইয়েরা৷১৫ [15]ঐ দিনগুলিতে যখন খ্রীষ্ট বিশ্বাসীরা একত্রিত হয়ে প্রার্থনা করছিলেন, সেখানে প্রায় এক’শ কুড়ি জন উপস্থিত ছিলেন৷ সেই সময় পিতর উঠে দাঁড়িয়ে বললেন,১৬ [16][This verse may not be a part of this translation]১৭ [17][This verse may not be a part of this translation]১৮ [18]এই লোক তার এই অন্যায় কাজের দ্বারা অর্থ রোজগার করে তাই দিয়ে এক টুকরো জমি কিনেছিল; কিন্তু সে মাথাটা নিচু করে মাটিতে পড়ল, আর তার পেট ফেটে ভেতরের নাড়ী-ভুঁড়ি সব বেরিয়ে পড়ল৷১৯ [19]যাঁরা জেরুশালেমে বাস করে, তারা সকলেই একথা জানে৷ তাই সেই জমিটিকে তাদের ভাষায় বলে হকলদামা যার অর্থ, ‘রক্তের ভূমি৷’২০ [20]বাস্তবিক, ‘গীতসংহিতায় লেখা আছে: ‘তার গৃহ য়েন পরিত্যক্ত হয়; কেউ য়েন তার মধ্যে বাস না করে৷’ গীতসংহিতা 69:25 আরও লেখা আছে: ‘আর অন্য কেউ তার স্থান দখল করুক৷’গীতসংহিতা 109:8২১ [21][This verse may not be a part of this translation]২২ [22][This verse may not be a part of this translation]২৩ [23]তখন প্রেরিতেরা দুজন লোককে উপস্থিত করলেন, য়োষেফ যাকে বার্শব্বা বলে ডাকে যার অপর নাম যুষ্ট আর মত্তথিয়কে৷২৪ [24][This verse may not be a part of this translation]২৫ [25][This verse may not be a part of this translation]২৬ [26]এরপর তাঁরা ঐ দুজনের জন্য ঘুঁটি চাললেন আর মত্তথিয়ের নাম উঠল৷ এইভাবে তিনি এগারো জন প্রেরিতের সঙ্গে প্রেরিত বলে গন্য হলেন৷Bengali Bible ERV 2001 Copyrighted: © 2001, 2016 Bible League International বাংলা বাইবেল 2001 প্রেরিত ১ 00:00:00 00:00:00 0.5x 2.0x https://beblia.bible:81/BibleAudio/bengali/acts/001.mp3 28 1