× ভাষা ইউরোপ রাশিয়ান বেলারুশিয় ইউক্রেনীয় পোলিশ সার্বীয় বুলগেরীয় স্লোভাকিয়ান চেক রোমানিয়ন মোল্দোভিয়ান আজেরবাইজান আর্মেনিয় জর্জিয়ান আলবেনীয় আভর বাশকির তাতার চেচেন স্লোভেনীয় ক্রোয়েশীয় এস্তোনীয় লাত্ভীয় লিথুয়েনীয হাঙ্গেরীয় ফিনিশ নরওয়েজিয়ান সুইডিশ আইসল্যান্ডীয় গ্রিক ম্যাসেডোনিয়ান জার্মান বাভারিয়ান ডাচ ডেনমার্কের ওয়েলশ গ্যালিক আইরিশ ফরাসি বাস্ক কাতালান ইতালীয় গ্যালাকিয়ান রোমানি Bosnian Kabardian উত্তর আমেরিকা ইংরেজি দক্ষিণ আমেরিকা স্পেনীয় পর্তুগীজ গুরানি Quechuan আয়মারা মধ্য আমেরিকা জ্যামাইকান নাহুৎল Kiche Q'eqchi হাইতিয়ান পূর্ব এশিয়া চীনা জাপানি কোরিয়ান মঙ্গোলিয়ান উইঘুর হমং Tibetian দক্ষিণ - পূর্ব এশিয়া মালয়েশিয়ার বর্মী হখা চিন নেপালি চেবুয়ানো তাগালোগ কম্বোডিয়ার থাই ইন্দোনেশিয়া সুন্দানিজ ভিয়েতনামী জাভানিজ লাও ইবান আইউ মিয়ান কাচিন লাহু Aceh Balinese Bugis Pampanga Sasak Shan Waray Madurese দক্ষিণ এশিয়া হিন্দি ওডিয়া অবধি মিজো কন্নড মালায়ালম মারাঠি গুজরাটি তামিল তেলুগু পাঞ্জাবি কুরুখ অসমীয়া মৈথিলি বাঙালি উর্দু সিংহলা ডোগরি হরিয়ানভি মেইটি কোঙ্কানি সাঁওতালি সিন্ধি কোয়া থাডো সংস্কৃত দেবনাগরী Adilabad Gondi Ahirani বালোচি Bundeli Chhattisgarhi Garhwali Kangri Kumaoni Mewari Munda Sadri Seraiki Shekhawati Sylheti Bagri Bhilali Bodo Braj Tulu মধ্য এশিয়া কিরগিজ উজবেক তাজিক তুর্কমেন কাজাকস্থান কারকালপাক মধ্যপ্রাচ্য তুর্কী হিব্রু আরবি পারসিক কুর্দি Mazanderani পশতু কপটিক আফ্রিকা আফ্রিকান্স জোসা জুলু এন্দেবিলি সোথো আমহারিক Wolaytta নাইজেরিয়ান মোসি ইকা ডিংকা কাবাইলে অজা সোয়াহিলি মরক্কো সোমালিয়ার শোনা ম্যাডাগ্যাস্কার ইগবো লিঙ্গালা বাউলে সিস্বতী সাঙ্গা সোসওয়ানা গাম্বিয়াদেশ ইওরুবা কাম্বা কিনারওয়ানদা হাউসা চেওয়া লুও মাকুয়া ডাইউলা ফুলফুলদে ক্যালেনজিন কিকুয়ু কিকওয়াঙ্গো কিরুন্ডি ক্রিও নাইজেরিয়ান পিডগিন ওরোমো শিলুবা টিশিভেন্ডা টুই উমবুন্ডু লুগবারা লুগুরু পুলার গুসি মাসাই তুরকানা মোবা নুয়ের শিল্লুক তামাশেক মাকোন্ডে Bemba Fon Hadiyya Ibibio Kimbundu Kimiiru Lango Liberian Kreyol Lomwe Mende Morisyen Ndau Nyankole Sena Sidamo Soga Songe Sukuma Tarifit Teso Tiv Zande Dagbani Edo Kituba অস্ট্রেলিয়া মহাদেশ নিউজিল্যান্ড পাপুয়া নিউ গিনি পুরানো ভাষা আরামাইক ল্যাটিন এস্পেরান্তো 1 1 1 WBTC ২০০১ [2001] কেরী ভার্সন ২০২৩ [2023]বাংলা সমকালীন সংস্করণ ২০১৯ [2019]ইন্ডিয়ান রিভাইজড ভার্সন ২০১৯ [2019]বাঙালি বাইবেল ২০১৭ [2017]পবিএ বাইবেল BSI ২০১৬ [2016]পবিএ বাইবেল CLBSI ২০১৬ [2016]কিতাবুল মোকাদ্দস ২০১৩ [2013]Kitabul Mukkadas ২০০৬ [2006]পবিত্র বাইবেল ERV ২০০১ [2001]WBTC ২০০১ [2001]Pobitro Baibel ২০০০ [2000]1 1 1 ২ থিষলনীকীয় মথিমার্কলূকইউহোন্নাপ্রেরিতরোমীয়১ করিন্থীয়২ করিন্থীয়গালাতীয়ইফিষীয়ফিলিপীয়কলসীয়১ থিষলনীকীয়২ থিষলনীকীয়১ তীমথিয়২ তীমথিয়তীতফিলীমনইবরানীইয়াকুব১ পিতর২ পিতর১ ইউহোন্না২ ইউহোন্না৩ ইউহোন্নাএহুদাপ্রকাশিত কালাম1 1 1 ১ ১২৩1 1 1 : ১ ১২৩৪৫৬৭৮৯১০১১১২1 1 1 বাংলা বাইবেল 2001 ২ থিষলনীকীয় ১ নোট সংরক্ষণ করুন ১ [1]থিষলনীকীয় মণ্ডলীর উদ্দেশ্যে আমি পৌল, সীল ও তীমথিয় এই চিঠি লিখছি৷ তোমরা আমাদের ঈশ্বর পিতা ও প্রভু যীশু খ্রীষ্টের সঙ্গে যুক্ত৷২ [2]পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও শান্তি তোমাদের সহবর্তী হোক্৷৩ [3]ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি আর আমাদের তাই-ই করা উচিত৷ কারণ তোমাদের বিশ্বাস আশ্চর্যজনকভাবে বৃদ্ধিলাভ করেছে ও পরস্পরের প্রতি তোমাদের য়ে ভালবাসা তা দ্রুত বৃদ্ধিলাভ করছে৷৪ [4]বিভিন্ন ঈশ্বরের মণ্ডলীতে তোমাদের বিষয়ে আমরা গর্ব প্রকাশ করি; কিভাবে তোমরা বিশ্বাসে বলিষ্ঠ হয়ে উঠেছ ও বিশ্বাসে স্থির আছ এসব কথা আমরা তাদের বলি৷ তোমরা অনেক নির্য়াতন সয়ে যাচ্ছো ও কষ্ট ভোগ করছ, তবুও তোমরা ধৈর্য্যে ও বিশ্বাসে স্থির আছ৷৫ [5]এইসব বিষয় ঈশ্বরের ন্যায়বিচারের স্পষ্ট প্রমাণ৷ ঈশ্বর চান তোমরা তাঁর রাজ্যের য়োগ্য বলে গন্য হবে; আর সেই জন্যেই তোমরা এত কষ্টভোগ করছ৷৬ [6]বাস্তবে ঈশ্বরের দৃষ্টিতে এটাই ন্যায়৷ যাঁরা তোমাদের কষ্ট দেয়, তিনি তাদেরও প্রতিফলস্বরূপ কষ্ট দেবেন৷৭ [7]তোমরা যাঁরা এখন কষ্ট পাচ্ছ, ঈশ্বর আমাদের সঙ্গে তোমাদেরও বিশ্রাম দেবেন৷ যখন যীশু প্রকাশিত হবেন ও পরাক্রমশালী স্বর্গদূতদের সঙ্গে নিয়ে স্বর্গ থেকে নেমে আসবেন, তখন এইসব ঘটবে৷৮ [8]যাঁরা ঈশ্বরকে জানে না এমন লোকদের শাস্তি দিতে তিনি স্বর্গ থেকে জ্বলন্ত অগ্নিসহ নেমে আসবেন৷ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সুসমাচারের নির্দেশ যাঁরা পালন করে না, তিনি তাদেরও শাস্তি দেবেন৷৯ [9]তারা অনন্তকাল বিনাশরূপ শাস্তি ভোগ করবে৷ তারা প্রভুর সঙ্গে থাকতে পারবে না এবং তাঁর মহাপরাক্রমের মহিমা থেকে তাদের দূরে রাখা হবে৷১০ [10]সেইদিন যীশু তাঁর পবিত্র লোকদের দ্বারা মহিমান্বিত হতে আসবেন, আর যাঁরা যীশুতে বিশ্বাস করেছে তারা সবাই যীশুতে চমত্কৃত হবে৷ বিশ্বাসী ভাই ও বোনেরা, তোমরাও সেই বিশ্বাসীবর্গের মধ্যে থাকবে, কারণ আমরা য়ে বাণী তোমাদের বলছি তাতে তোমরা বিশ্বাস করেছ৷১১ [11]আর এই জন্যই আমরা তোমাদের জন্য সর্বদা প্রার্থনা করে চলেছি, য়েন ঈশ্বর য়ে পবিত্র জীবনযাপন করার উদ্দেশ্যে তোমাদের আহ্বান করেছেন তার য়োগ্য বলে বিবেচিত হও৷ আরো প্রার্থনা করি য়েন তাঁর শক্তি দ্বারা তিনি তোমাদের সদিচ্ছায় পূর্ণ সমস্ত বাসনা পূর্ণ করেন ও তোমাদের বিশ্বাস হতে উত্পন্ন প্রত্যেক কাজকে আশীর্বাদ করেন;১২ [12]য়েন আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নাম তোমাদের মাধ্যমে মহিমান্বিত হয় আর তোমরাও তাতে মহিমান্বিত হও৷ সেই মহিমা আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ থেকে লাভ হয়৷Bengali Bible ERV 2001 Copyrighted: © 2001, 2016 Bible League International বাংলা বাইবেল 2001 ২ থিষলনীকীয় ১ 00:00:00 00:00:00 0.5x 2.0x https://beblia.bible:81/BibleAudio/bengali/2thessalonians/001.mp3 3 1